বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হায়ার এডুকেশন টেস্ট বা হেট সনদ এখন থেকে জাতীয় শিক্ষাক্রমের উচ্চ মাধ্যমিক সমমান হিসেবে গণ্য হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্প্রতি তিনবছর মেয়াদি হেট শিক্ষাক্রমকে সাধারণ শিক্ষাক্রমের দুইবছর মেয়াদি উচচ মাধ্যমিক সমমান দিতে সম্মত হয়েছে। এরপর ঢাকা শিক্ষা বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। গত ১১ মার্চ এ সংক্রান্ত চিঠিটি ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, হেট শিক্ষাক্রমকে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমের উচ্চ মাধ্যমিক সমমান দিতে সম্মত হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
এতে আরো বলা হয়, সমতা বিধানের নিয়মানুযায়ী বোর্ড নির্ধারিত ফি দিয়ে হেট সনদধারীরা তাদের নিজ নিজ সনদের সমমান পেতে ঢাকা শিক্ষাবোর্ডে আবেদন করতে পারবেন।
এক প্রশ্নের জবাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান গতকাল রোববার দৈনিক আমাদের বার্তাকে বলেন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত হেট সনদ বিষয়ে একটি আবেদন পেয়েছি। দেখা গেছে সেটা তিন বছরের কোর্স এবং পুরোটাই প্রাকটিক্যাল পড়াশোনা। সেটাকে এনসিটিবির জাতীয় শিক্ষাক্রমের উচ্চ মাধ্যমিক সমমান দেয়ার বিষয়ে সম্মতি দেয়া হয়েছে। বিষয়টি ঢাকা শিক্ষাবোর্ডকেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বিদেশি শিক্ষাক্রমে পরিচালিত ও এবং এ লেভেলের সনদের সঙ্গে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমে পরিচালিত যথাক্রমে এসএসসি ও এইচএসসির সমতূল্য করার দায়িত্ব পালন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
এছাড়া বিভিন্ন দেশের উচ্চ শিক্ষার সনদের সঙ্গে দেশীয় সনদের সমতাবিধান করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ইউজিসির হাতে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।