যশোরের চৌগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে পাঁচ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে চৌগাছা সরকারি কলেজ ও চৌগাছা মহিলা কলেজের ইংরেজী পরীক্ষার হল থেকে তাদেরকে আটক করা হয়। তারা সবাই অন্যের পরীক্ষা দিয়ে দেয়ার জন্য হলে এসেছিলেন। তবে, উপজেলা সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস তাদেরকে আটক করেছেন।
জানা যায়, এদিন ছিলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে সহকারী কমিশনার (ভুমি) গুনজন বিশ্বাস জানতে পারেন চৌগাছা মহিলা কলেজ কেন্দ্রে থেকে চৌগাছা সরকারি কলেজের ৩ জন ভুয়া ও এবং চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে এবিসিডি কলেজের ২ জন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
চৌগাছা মহিলা কলেজ থেকে আটককৃতরা হলেন, সরকারি কলেজের শিক্ষার্থী গাজী এমদাদুল হকের প্রক্সি পরীক্ষার্থী আলামিন হোসেন, মেহেদী হাসানের প্রক্সি পরীক্ষার্থী হাসান ঈমাম, শাহিনুর ইসলামের প্রক্সি পরীক্ষার্থী আরিফ হোসেন। চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে আটককৃতরা হলেন, এবিসিডি কলেজের শিক্ষার্থী শাহিন বাপ্পির প্রক্সি পরীক্ষার্থী সাজিব হোসেন ও মেহেদী আল মামুনের প্রক্সি পরীক্ষার্থী তার আপন ভাই ইমরান হোসেন।
এদিকে পরীক্ষা সংশ্লিষ্ট একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, কেন্দ্রসচিবসহ পরীক্ষা সংশ্লিষ্ট ব্যাক্তিরা মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন বাহিনীতে কর্মরত ব্যাক্তিদের পক্ষে লোক ভাড়া করে নিয়ে এসে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে থাকেন। অনেক পরীক্ষার্থী বিদেশে কর্মরত আছেন। বিশেষ করে মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব আলমগীর হোসেন একাজে খুবই পারদর্শী বলে জানা গেছে।
জানা গেছে, আটককৃতরা যেসব শিক্ষার্থীর জন্য প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন তাদেরকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট হল সচিবদেরকে আকট ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলছিলো।
জানতে চাইলে চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে হল সচিব রফিকুল ইসলাম কবির দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ভুয়া পরীক্ষার্থীদের ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
উপজেলা সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আটককৃতরা যেসব পরীক্ষার্থীর জন্য প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন তাদেরকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট হল সচিবদেরকে আকটকৃতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।