উবার চালককে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক |

ঢাকার উবারের গাড়িচালক হেলাল উদ্দিন হত্যার ঘটনায় বুধবার তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ভৈরব র‌্যাব এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানায়।

আটকরা হলেন- ঢাকার তেজঁগাও কলেজের এইসএসসির ছাত্র মো. শহীদ আফ্রিদী, একই কলেজের আবু কাওসার শান্ত ও স্কুলের দশম শ্রেণির ছাত্র হাফিজুর রহমান শুভ। আটকদের সবার বাসা ঢাকার তেজঁগাও এলাকায়।

সংবাদ সন্মেলনে জানানো হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজোলার দুঘর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন ঢাকায় রেন্টে কারের গাড়ি চালাত। গত ২৮ সেপ্টেম্বর হাফিজুর রহমান শুভ তার খালার বাড়ি হবিগঞ্জে যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া করে। এর আগে তার দুই বন্ধু আফ্রিদী ও শান্তকে নিয়ে সে পরিকল্পনা করে তারা মূলধনের টাকা যোগার করতে গাড়ি ছিনতাই করবে। ঘটনার দিন রাতে হেলালের গাড়িটি ভাড়া করে ঢাকা থেকে গভীর রাত ২টায় হবিগঞ্জ পৌঁছে তারা তিন বন্ধু। এসময় তারা চা খাওয়ার কথা বলে চালককে রাস্তার পাশের একটি দোকানে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে  নিরিবিলি জায়গায় নিয়ে প্রথমে শান্ত তাকে পেছন দিক দিয়ে মাথায় রড দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। এরপর শুভ তাকে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। পরে হেলালের লাশ গাড়িতে ভরে রাতেই  ঢাকায় রাওনা হয় তারা।

প্রসঙ্গত, শুভ আগে থেকেই গাড়ি চালানো জানত। তার বাবাও গাড়িচালক ছিল বলে র‌্যাব জানায়। তারপর তারা গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে  ব্রাহ্মণবাড়িয়া এলাকার ঢাকা- সিলেট মহাসড়কের পাশে লাশ ফেলে দিয়ে পালিয়ে যায়। পরদিন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ তার লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর বিভিন্ন পত্রিকায় এখবর প্রকাশ হলে নিহতের স্ত্রী খবর দেখে ব্রাহ্মণবাড়িয়া থানায় এসে মর্গে তার স্বামীর লাশ শনাক্ত করে।

তারপর মামলা করেন তিনি। পত্রিকার খবরের সূত্র ধরে ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা  রহস্য উদঘাটনে মাঠে নামে। র‌্যাব সদস্যরা হত্যার ক্লু উদঘাটন করতে   দীর্ঘ ১৯ দিন চেষ্টা চালিয়ে মোবাইলসহ নানা প্রযুক্তি ব্যবহার করে তিন অপরাধীকে বুধবার ঢাকার তেজঁগাও তাদের বাসা থেকে আটক করে। পরে রাতেই তিনজনকে ভৈরব ক্যাম্পে নিয়ে আসে। আটকরা র‌্যাবের কাছে ঘটনার বিবরণ ও হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের জানান, এই হত্যাটি ছিল ক্লুবিহীন।  হত্যাটির প্রথমে প্রত্যক্ষদর্শী বা কোন সাক্ষী ছিল না। মোবাইলের ভুয়া সিম ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ চেষ্টার পর হত্যার ঘটনার রহস্য উন্মোচন করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0029270648956299