এইচএসসির আরও একসেট প্রশ্ন ছাপানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক |

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২রা এপ্র্রিল। এই সময়ের মধ্যেই নতুন করে আরও একাধিক সেট প্রশ্নপত্র ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বোর্ডভিত্তিক আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়া, পরীক্ষার কেন্দ্রে বার্তা পাঠিয়ে প্রশ্ন সেট নির্ধারণসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আগামী ১৯ মার্চ বিভাগীয় পর্যায়ের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবে তারা।

পরীক্ষা অনুষ্ঠানে মাঠ প্রশাসনের সহযোগিতা পেতে গতকাল সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি দল। বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন উপসচিব দৈনিকশিক্ষাকে বলেন, ‘আলোচনার বিষয় ছিল কীভাবে আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের গাইড লাইনগুলো বাস্তবায়ন করতে আগামী ১৯ মার্চ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভা হবে। সভায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশ সুপারসহ (এসপি) পরীক্ষার সঙ্গে সংশ্নিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা সভা সমন্বয় করবেন। পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে।’

বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানা যায়, এইচএসসি পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে বসতে হবে। এরপর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবকে জানিয়ে দেওয়া হবে ওইদিন কোন সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। দুই সেটের বাইরে আরও একাধিক প্রশ্ন সেট ছাপানোর চেষ্টা করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না। ঢুকলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। কেন্দ্র সচিব শুধু কথা বলা যায়, এমন একটি ফোন ব্যবহার করতে পারবেন, ছবি তোলা যায় এমন ফোন নয়।

এত স্বল্প সময়ের মধ্যে বাড়তি সেট প্রশ্নপত্র ছাপানো আদৌ সম্ভব হবে কি-না’- এমন প্রশ্নের জবাবে একজন উপসচিব বলেন, ‘চেষ্টা করছি আরও অন্তত এক সেট প্রশ্নপত্র বাড়তি ছাপাতে। প্রথম দিকের দু-একটি পরীক্ষায় বাড়তি সেট প্রশ্ন ছাপিয়ে নেওয়া সম্ভব না হলেও পরের পরীক্ষাগুলো নেব।’ সব বোর্ডে আলাদা আলাদা সেট প্রশ্নে পরীক্ষা হবে। কোন বোর্ড কোন সেট প্রশ্নে পরীক্ষা নেবে, তা পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে লটারির মাধ্যমে ঠিক করে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে,  ইতিমধ্যে বিজি প্রেস থেকে প্রশ্ন ছাপিয়ে জেলা পর্যায়ের ট্রেজারিতে প্রশ্নপত্র পাঠানো শুরু হয়েছে। প্রশ্নের নিরাপত্তার জন্য প্রতিটি বিষয়ের প্যাকেট এবার আলাদা আলাদা করা হয়েছে। প্যাকেটের ওপরে নিরাপত্তা ট্যাপ লাগানো হয়েছে। পরীক্ষার আগে প্যাকেট খুললেই সঙ্গে সঙ্গে বিশেষ বার্তা যাবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। জেলা এবং উপজেলার ট্রেজারি থেকে নির্ধারিত তিন সদস্যের কমিটি প্রশ্ন সংগ্রহ করবে। তিনজনের উপস্থিতি বাধ্যতামূলক। কোনো কারণে একজন অনুপস্থিত থাকতে হলে আগেই ডিসিকে জানাতে হবে। তিনি নতুন সদস্য নিয়োগ দেবেন। কোনো কারণে কোথাও নির্ধারিত সময়ের ১০-১৫ মিনিট পর পরীক্ষা শুরু হলে তা ঠিক ৩ ঘণ্টা পর শেষ হবে। পরীক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করা যাবে না।

ট্রেজারি থেকে কেন্দ্র পর্যন্ত প্রশ্নপত্রের সঙ্গে থাকবেন ম্যাজিস্ট্রেট :এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ট্রেজারি থেকে কেন্দ্রে নিয়ে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেট বা সমমর্যাদার কর্মকর্তা এর সঙ্গে থাকবেন।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0022661685943604