এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৪ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার তিন

নিজস্ব প্রতিবেদক |

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার প্রথম দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান ও খাদ্য পুষ্টি বিজ্ঞান প্রথম পত্র ও লঘু সংগীত প্রথম পত্র পরীক্ষা দেননি সারাদেশের ৪ হাজার ৫৯৩ জন পরীক্ষার্থী। এ দুই বেলার পরীক্ষায় মোট তিনজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে, কোন কক্ষপরিদর্শককে বহিষ্কার করা হয়নি। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় সারাদেশে তিনজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর দুপুরে সাধারণ বিজ্ঞান ও খাদ্য পুষ্টি বিজ্ঞান প্রথম পত্র ও লঘু সংগীত প্রথম পত্র পরীক্ষা দেননি ৮ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার প্রথম দিন সকালে পদার্থবিজ্ঞান পরীক্ষায় ঢাকা বোর্ডের ১ হাজার ৭৯৯ জন, চট্টগ্রাম বোর্ডে ২৩১ জন, রাজশাহী বোর্ডে ৬৮৪ জন, বরিশাল বোর্ডের ২১৬ জন, সিলেট বোর্ডের ১৫৫ জন, দিনাজপুর বোর্ডের ৫৬৩ জন, কুমিল্লা বোর্ডের ৪৩৩ জন, ময়মনসিংহ বোর্ডের ২১১ জন এবং যশোর বোর্ডের ২৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় দিনাজপুর বোর্ডের দুইজন ও যশোর বোর্ডের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় কোনো কক্ষ পরিদর্শক বহিষ্কার হয়নি। 

এদিকে এইচএসসি পরীক্ষার প্রথম দিন দুপুরে সাধারণ বিজ্ঞান ও খাদ্য পুষ্টি বিজ্ঞান প্রথম পত্র ও লঘু সংগীত প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ১ জন, রাজশাহী বোর্ডের ৪ জন, বরিশাল বোর্ডের ১ জন ও দিনাজপুর বোর্ডের ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা কোনো কক্ষ পরিদর্শক বহিষ্কার হয়নি। 

আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এইচএসসির যুক্তিবিদ্যা ১ম পত্র ও দুপুর দুইটা থেকে সাড়ে তিনটায় হিসাববিজ্ঞান ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাওয়া তথ্যমতে, এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী পাঁচ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এতে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন। ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম বা ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এতে ছাত্র এক লাখ চার হাজার ৮২৭ জন। ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

এইচএসসি পরীক্ষার জন্য ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হবে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।


পাঠকের মন্তব্য দেখুন
১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ - dainik shiksha ১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0041580200195312