সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন সারাদেশে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
সোমবার সকালে সাধারণ ধারার শিক্ষা বোর্ডগুলোতে এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে এইচএসসির উচ্চাঙ্গ সঙ্গীত, আরবি ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এদিন সকালে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন কারিগরি শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষা ছিলো না।
এদিন এইচএসসি ও সমমান পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১ জন পরীক্ষার্থী। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। সোমবার সকালে পরীক্ষা ছিলো ২ লাখ ৬৯ হাজার ১৩৮ জনের। এদের মধ্যে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৩৬৫ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৭৭৩ জন। আর বিকেলে পরীক্ষা ছিলো ২ হাজার ৩৪৬ জনের। তাদের মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১জন। এদিন মোট ৪ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সকালে অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ৪৬৫ জন, রাজশাহী বোর্ডের ৫৭৫ জন, কুমিল্লা বোর্ডের ২৪ জন, যশোর বোর্ডের ৩৪২ জন, চট্টগ্রাম বোর্ডের ৬ জন, সিলেট বোর্ডের ১৭ জন, বরিশাল বোর্ডের ৪২ জন, দিনাজপুর বোর্ডের ২০২ জন ও ময়মনসিংহ বোর্ডের ১০৭ জন ও আলিমের ২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আর বিকেলের পরীক্ষায় রাজশাহী বোর্ডের ৮ জন, যশোর বোর্ডের ২ জন, চট্টগ্রাম বোর্ডের ৭ জন, বরিশাল বোর্ডের ১ জন ও দিনাজপুর বোর্ডের ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার সকালে এইচএসসির রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন আলিমে আল ফিকহ প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি বিএম-বিএমটি দ্বাদশ শ্রেণির কম্পিউটারাইজড অ্যাকাউনন্টিং সিস্টেম ২ ও উচ্চতর হিসাব বিজ্ঞান বিষয়ের ও একাদশ শ্রেণির কম্পিউটারাইজড অ্যাকাউনন্টিং সিস্টেম ১ ও প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং বিষয়ের, ভোকেশনাল দ্বাদশ শ্রেণির ও ডিপ্লোমা ইন কমার্সের একাদশ শ্রেণির প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।