এইচএসসি ও সমমানের আরো ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিলো। তবে ৪ আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড বলছে, ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠাতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আগামী ৪ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। সে সময় বলা হয়, সব বোর্ডের অধীনে ২১ জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের ১৮ জুলাই জানানো হয় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
প্রসঙ্গত, ৩০ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।