এইচএসসি বিএম-বিএমটি শিক্ষাক্রমের স্থগিত হওয়া একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার বাংলা-১ বিষয়ের স্থগিত পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত নতুন ও পুরাতন সিলেবাসের পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিতে হবে। বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
বোর্ড জানিয়েছে, এইচএসসি বিএম ও বিএমটি শিক্ষাক্রমের একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার বাংলা ১ বিষয়ের পরীক্ষা গত ৬ নভেম্বর স্থগিত করা হয়। ওই পরীক্ষাটি আগামী ৭ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলা-১ (নতুন সিলেবাস, বিষয় কোড : ২১৮১১) ও বাংলা-১ (পুরাতন সিলেবাস, বিষয় কোড : ১৮১১) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৬ নভেম্বর সারাদেশের ৪৪৮টি কেন্দ্রে এইচএসসির বিএম ও বিএমটির বাংলা-১ বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পর স্থগিত করা হয়েছিলো। নিয়মিত শিক্ষার্থীদের পুরনো সিলেবাস থেকে আর পুরনো শিক্ষার্থীদের নতুন সিলেবাস থেকে প্রশ্ন আসায় পরীক্ষা স্থগিত করা হয়েছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।