এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কর্মাস একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত ব্যবহারিক নম্বর পাঠানোর নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। পরীক্ষার কেন্দ্র সচিবদের ১৪ সেপ্টেম্বরের মধ্যে এ নম্বর পাঠাতে হবে। কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানে আনা যাবে না।
বুধবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র সচিবদের ১৪ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ছকে উল্লিখিত বিষয়ের ব্যবহারিক নম্বর (পিএফ) দেয়ার জন্য নির্দেশনা দেয়া হলো।
এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির কম্পিটার অফিস অ্যাপ্লিকেশন-১ ও কম্পিটার অফিস অ্যাপ্লিকেশন-২, এইচএসসি ভোকেশনালের একাদশ –দ্বাদশের ট্রেড-১ ও ২ এবং ডিপ্লোমা ইন কমার্সের একাদশ-দ্বাদশের কম্পিটার অফিস অ্যাপ্লিকেশন-১ ও ২- বিষয়ের ব্যবহারিক নম্বর পাঠাতে হবে।
এতে আরো বলা হয়, নম্বর দেয়ার ক্ষেত্রে কেন্দ্রকে প্রতিষ্ঠান থেকে শ্রেণি কার্যক্রম চলাকালে প্রাপ্ত ব্যবহারিক ধারাবাহিক নম্বর সংগ্রহ করে তার ওপর ভিত্তি করে পরীক্ষার্থীদের চূড়ান্ত ব্যবহারিক নম্বর দিতে হবে। পিএফ নম্বরের হার্ডকপি অত্যাবশ্যকভাবে কেন্দ্রে সংরক্ষণ করতে হবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।