দেশে প্রথমবারের মতো উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজগুলোর র্যাঙ্কিং প্রকাশে শিক্ষা বিষয়ক পরিপূর্ণ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের নেয়া উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেছেন, এমন আয়োজন শুভ আয়োজন। এর মাধ্যমে কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে।
গত শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত দৈনিক শিক্ষাডটকমের কলেজ র্যাঙ্কিং-২০২৩ এর ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যাদের নিয়ে এই আয়োজন তাদের মধ্যে কোনো ধরনের সচেতনা আদৌতে সৃষ্টি হবে কিনা তা আমি জানি না। তবে র্যাঙ্কিংয়ের অবস্থান নিয়ে কলেজগুলোর ভেতরের সম্পর্কের অবনতি হতে পারে।
তিনি বলেন, এই র্যাঙ্কিংয়ের ফলে যদি খারাপ প্রতিষ্ঠানগুলো ভালো হয় তাহলে খুব ভালো। প্রথমবারের মতো এমন এমন আয়োজন ঢাকা শহরের মধ্যে করা হয়েছে। সামনে এ আয়োজনের পরিসর আরো বাড়বে, এমনটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, ১০টি কলেজও যদি এমন উদ্যোগ নেয়, নিজেদের ঘাটতিগুলো কাটিয়ে উঠে। তাহলেই এ উদ্যোগ স্বার্থক হবে।
তাছাড়া এ র্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলোকে নিজের সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে বলেও মনে করেন তিনি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।