একইদিনে এসএসসি ও এমএড পরীক্ষা : শিক্ষকরা বিপাকে

নিজস্ব প্রতিবেদক |

এসএসসি ও সমমান পরীক্ষা চলছে। আর আগামীকাল শুক্রবার থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএড প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু আগামী শনিবার (১ অক্টোবর) সারাদেশে এসএসসির উচ্চতর গণিত এবং আগামী ১৫ অক্টোবর দিনাজপুর বোর্ডের এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর শনিবার এমএড প্রথম সেমিস্টার ও তৃতীয় সেমিস্টার এবং আগামী ১৫ অক্টোবর এমএড প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে এমএড ও এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন স্কুলের এমএড প্রশিক্ষণার্থী শিক্ষকরা। 

তারা বলছেন, শনিবার এসএসসির পরীক্ষার দায়িত্ব থাকায় তারা এমএড পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আর দিনাজপুর বোর্ডের শিক্ষকদের এমএডের দুইটি বিষয়ের পরীক্ষায় বসা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এমএড প্রশিক্ষণার্থী শিক্ষকরা বলছেন, আগামী ১ অক্টোবর শনিবার এসএসসির উচ্চতর গণিত পরীক্ষা। সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগ শিক্ষক এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন করছেন। এদিন সকাল নয়টায় এমএড প্রথম সেমিস্টারের শিক্ষার দার্শনিক ও মনোবিজ্ঞানের ভিত্তি এবং উচ্চ শিক্ষা মনোবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আর এদিন দুপুর ২টায় এমএড তৃতীয় সেমিস্টারের বয়স্ক ও অব্যহত শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা আছে। এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন করে শিক্ষকরা এ পরীক্ষায় বসতে পারবেন না। 

এদিকে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক এস এম রেজাউর রহমান বকুল দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রশ্নফাঁস হওয়ার দিনাজপুর বোর্ডের এসএসসির চার বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর দিনাজপুর বোর্ডের এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা আছে। কিন্তু এদিন সকাল ৯টা থেকে বাউবির এমএড প্রথম সেমিস্টারের তুলনামূলক শিক্ষা পরীক্ষা হওয়ার কথা। আমরা এমএড পরীক্ষা স্থগিত করার দাবি জানাচ্ছি। ১ অক্টোবর ও ১৫ অক্টোবরের এমএড পরীক্ষা স্থগিত করা হলে প্রশিক্ষণার্থী শিক্ষকরা এবারই এমএড উত্তীর্ণ হবে। 

এদিকে এ বিষয়ে জানতে চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ইনচার্জ) এ এস এম নোমান আলম এসএসসি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের পাঁচ মাস পরে বাদ যাওয়ার পরীক্ষায় বসার পরামর্শ দিয়েছেন। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পাঁচ মাস পরে অন্য শিক্ষার্থীদের এ সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে। তখন শিক্ষকরা এক বা দুই বিষয়ে এসব পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষকদের এ পাঁচ মাস অপেক্ষা করতে হবে। 

এসএসসি ও এমএড পরীক্ষা একদিনে কেনো নেয়া হচ্ছে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, আমাদের কেন্দ্রগুলো যেভাবে সময় দিয়েছে সেভাবেই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0032258033752441