বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে নির্বাচিত ১ লাখ ২২ হাজার শিক্ষা ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করেছে। আজ শনিবার রাত আটটার মধ্যে দ্বিতীয় ধাপের ভর্তি নিশ্চায়নের সুযোগ আছে। তা না হলে প্রার্থীর আবেদন ও পেমেন্ট বাতিল হয়ে যাবে। কলেজ ভর্তির ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার একাদশে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা গতকাল শুক্রবার থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে পারছেন। আজ রাত ৮টা পর্যন্ত প্রাথমিক নিশ্চায়ন করার সুযোগ আছে। বিকাশের মাধ্যমে ৩২৮ টাকা ফি দিয়ে এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে।
একাদশে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে, গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত ১ লাখ ২২ হাজার ২০৮ জন শিক্ষার্থী দ্বিতীয় ধাপে ভর্তি নিশ্চায়ন করেছেন। নির্বাচিত কলেজে শনিবার রাত ৮টার মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর আবেদন এবং পেমেন্ট বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে। সবচেয়ে পছন্দসই কলেজের জন্য নির্বাচিত না হলেও নিশ্চায়ন করা জরুরী। কারণ এতে পরবর্তী ধাপে ফলের সময় মাইগ্রেশনের মাধ্যমে পছন্দক্রমের উপরের কলেজে (অটোমাইগ্রেশনের মাধ্যমে) নির্বাচিত হওয়ার সুযোগ থাকে।
দুই ধাপে আবেদন করেও যারা পছন্দের কলেজ পাননি তারা আরও এ ধাপে আবেদন করার সুযোগ পাবেন। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একইদিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি। আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে। ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।