পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এরমধ্যে মাওয়া প্রান্ত থেকে ৮ হাজার ৮৭৩টি ও জাজিরা প্রান্ত থেকে ৩ হাজার ১৬৯টি মোটরসাইকেল সেতু পার হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
সরেজমিনে দেখা যায়, টোলপ্লাজার অভিমুখের ডেডিকেটেড লেনে হাজারো মোটরসাইকেল। সারিবদ্ধভাবে এসব মোটরসাইকেল টোল দিচ্ছে।
সেতু সংশ্লিষ্টরা জানান, মাওয়া টোল প্লাজার মোটরসাইকেলের জন্য নির্ধারিত বুথসহ সাতটি বুথ দিয়ে টোল আদায় হচ্ছে। সারিবদ্ধভাবে টোল দিয়ে সহজে সেতু পাপর হচ্ছে যানবাহন।
সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সেতুর দুই অংশ হয়ে এসব মোটর সাইকেল প্রমত্তা পদ্মা পাড়ি দেয়। মাওয়া প্রান্ত থেকে ৮ হাজার ৮৭৩টি ও জাজিরা প্রান্ত থেকে ৩ হাজার ১৬৯টি মোটরসাইকেল সেতু পাড়ি দেয়।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, সেতুতে নিয়ম শৃঙ্খলার জন্য আমাদের কার্যক্রম চলছে। যেহেতু কাল কিংবা পরশু ঈদ তাই আজ ভোরে বেশ চাপ ছিল। তবে ৮টার পর থেকে সে চাপ অনেকাংশে কমে গেছে। এখন যারা আসছে তাদের আর অপেক্ষা করতে হচ্ছে না। আমাদের সদস্যরা যাত্রীদের নিয়ম মানার জন্য তাগিদ দিচ্ছে। কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।