একযোগে যবিপ্রবির বিভাগীয় প্রধানদের পদত্যাগ

যশোর প্রতিনিধি |

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের প্রায় সব চেয়ারম্যান একযোগে তাদের প্রশাসনিক পদ  থেকে পদত্যাগের আবেদন করেছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল হাসান দৈনিক শিক্ষা ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. নাজমুল হাসান জানান, গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রিজেন্ট বোর্ডের সভায় শিক্ষকদের মানববন্ধনে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় গত ২০ ফেব্রুয়ারি বিভাগীয় প্রধানরা প্রশাসনিক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। এছাড়া বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ বিকেলের শিফটে কর্মবিরতি পালনেরও সিদ্ধান্ত হয়। তিনি অরো জানান, একটি বিভাগের চেয়ারম্যান ভিসি স্যার নিজে। অন্য তিনজন ছুটিতে আছেন। এছাড়া ২৪ টি বিভাগের মধ্যে ১৬টি বিভাগের চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে যবিপ্রবির উপাচার্য  অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দৈনিক শিক্ষা ডটকমকে জানান, কেউ বৈধভাবে পদত্যাগ করেননি। পদত্যাগ করতে হলে তা ব্যক্তিগতভাবে করতে হবে। বিকেল ৪টা ৩৫ মিনিট পর্যন্ত আমি কারো বৈধ পদত্যাগপত্র পাইনি।
শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক জানান, আগামী রিজেন্ট বোর্ডের সভায় শিক্ষকদের ওপর হামলায় দায়ীদের বিরুদ্ধের ব্যবস্থা না নেয়া হলে যবিপ্রবির সব প্রোভোস্ট, প্রক্টর ও ডিন তাদের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করবেন।

উচ্ছৃঙ্খল ও অছাত্রসুলভ আচরণ প্রমাণ হওয়ায় যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী এস এম একরামুল কবির দ্বীপকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ছাত্র রাজনীতি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় রিজেন্ট বোর্ডের সভায়। 

উপাচার্য ও রিজেন্ট  বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী  বিশ্ববিদ্যালয়ের এবং রিজেন্ট  বোর্ডের সদস্য স্বপন ভট্টাচার্য, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.  মো. শাহজাহান কবির, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম শাহি আলম, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সিটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. মো. আব্দুর রশীদ প্রমুখ। 


পাঠকের মন্তব্য দেখুন
একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ - dainik shiksha অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা - dainik shiksha সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে - dainik shiksha শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক - dainik shiksha শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ - dainik shiksha এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে - dainik shiksha যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037498474121094