রাজধানীর কাফরুলে স্কুলে ও মাদরাসায় যাওয়ার কথা বলে বেরিয়ে একসঙ্গে উধাও হয়ে গেছে ১৩-১৫ বছর বয়সী চার বান্ধবী। গত মঙ্গলবার সকাল ৮টার দিকে মিরপুর ১৩ নম্বর এলাকার বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি তারা। নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে কুলসুম, সামিয়া ও খুশি মিরপুর ১৩ নম্বরের আল জাহারা গার্লস একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আর তারমিন আক্তার কল্পনা কাজী আবুল হোসেন হাইস্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চার শিক্ষার্থীর অভিভাবক।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে উল্লেখ করেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন তার মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। সবাই স্কুল ড্রেস পরিহিত ছিল। স্কুলব্যাগও সঙ্গে ছিল সবার।
আবুল হোসেন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, ওই ছাত্রী আমার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। যতদূর জেনেছি সে সবার সঙ্গে মিশত না। তার কয়েকজন বান্ধবী আমাকে জানিয়েছে, কিছুদিন আগে সে তার বান্ধবীদের বলেছে তাকে স্মৃতি হিসেবে কিছু দিতে। সে হয়তো আগামী বছর এ স্কুলে থাকবে না। মেয়ের চিন্তায় তার মা অসুস্থ হয়ে গেছেন।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীর কারও কাছে মোবাইল ফোন নেই। এ জন্য সহজে তাদের ট্রেস করা যাচ্ছে না। আমরা কাজ করছি।