দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হবে। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৬ জুলাই। গত অক্টোবরে ক্লাস শুরু করেছেন একাদশ শ্রেণির ১৩ লাখ শিক্ষার্থী। সে হিসেবে একাদশ শ্রেণিতে প্রায় নয় মাস ক্লাস করার সুযোগ পাবেন তারা।
মঙ্গলবার প্রকাশিত ২০২৪ খ্রিষ্টাব্দের কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়।
জানা গেছে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি চলে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী ভর্তি হয়। গত ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাস শুরু হয়। গত ২৯ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।