নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজিসহ প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে এই পদগুলোতে দক্ষ নার্সদের পদায়নের ১ দফা দাবিতে টানা ১৪তম দিনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জয়পুরহাটের নার্সিং কর্মকর্তা-শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ে।
সোমবার সকালে শহরের জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেলা হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ১ দফা দাবিতে স্মারকলিপি জমা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ আকলিমা খাতুন, জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক আয়েশা ছিদ্দিকা, সদস্য সচিব ফারহানা পারভিন, নার্সিং শিক্ষার্থী নাঈম, আন্নিকা ফরিদা ইয়াসমিন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির শিক্ষার্থী বেবী, রানী আকতার প্রমুখ।
পরে জেলায় কর্মরত নার্সিং কর্মকর্তা-শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ১ দফা দাবিতে স্মারকলিপি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের কাছে জমা দেন।