এক নজরে এসএসসি ও সমমানের ফল

নিজস্ব প্রতিবেদক |

২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে  ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী। মোট ২০ লাখ ৯৬ হাজার ৫৬৬ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। এবার এসএসসিতে জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে। গতবারের তুলনায় ৪৭ হাজার ৬৬৮জন শিক্ষার্থী চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। গতবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার। গতবার পাস করেছিল ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী।  

জানা গেছে, ৯টি সাধারণ বোর্ডে এসএসসিতে পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬৩ হাজার শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিল ৮৩ দশমিক ৭৫ শতাংশ। গতবার শুধু এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৩ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় ৯৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ৫১ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ১৪ হাজার ৩১৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৫১৬ জন পরীক্ষার্থী। এবার দাখিলে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৮৮ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ৫ হাজার ১৮৭ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী। 

এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের ৯৩ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ৩৪ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৩৬ হাজার ৪৭ জন পরীক্ষার্থী। ঢাকা বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে। 

বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ১০ হাজার ২১৯ জন। গতবার এই পাসের হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে। 

এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৯৬ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ১৪ হাজার ৬২৬ জন। গতবার এই পাসের হার ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে। 

চট্টগ্রাম বোর্ডে ৯১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ১২ হাজার ৭৯১ জন। গতবার এই পাসের হার ছিল ৮৫ দশমিক ৭৫ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৮ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে। 

দিনাজপুর বোর্ডে ৯৪ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। গতবার এই পাসের হার ছিল ৮৪ দশমিক ১০ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ২৩ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। 

যশোর বোর্ডে ৯৩ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। গতবার এই পাসের হার ছিল ৮৭ দশমিক ৩১ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭৬৪ জন।। যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে ৯৭ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে  ১০ হাজার ৯২ জন। গতবছর পাসের হার ছিল ৮০ দশমিক ১৩ শতাংশ গতবার মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন। ময়মনসিংহ বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। চলতি বছর দ্বিতীয় বারের মত এসএসসি পরীক্ষার আয়োজন করেছিল ময়মনসিংহ বোর্ড। চলতি বছরের ফলে পাসের হারের ভিত্তিতে এ বোর্ডের অবস্থান প্রথম। 

রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৯০৯ জন। গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যাওবেড়েছে।  

সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। গতবার এই পাসের হার ছিল ৭৮ দশমিক ৭৯ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0080940723419189