পাবনার সাঁথিয়ায় এক রাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের ব্যক্তিগত সহকারীর বাড়িসহ পাঁচ বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা দৈনিক শিক্ষাডটকমকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ ৪ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, কাগজপত্র নিয়ে যান। একইরাতে মৃত সোহরাব বিডিআরের বাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়া একই গ্রামের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর ব্যক্তিগত সহকারী আমজাদ হোসেন, তার বড় ভাই সোহরাব হোসেন ও পার্শ্ববর্তী শাহজাহান মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলছেন, এর আগেও বিষ্ণুপুর ও বিষ্ণুবাড়িয়া গ্রামে পৃথক পৃথক সময়ে একই কায়দায় সিরিজ চুরির ঘটনা ঘটেছে। চুরির খবর পেয়ে শুক্রবার সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।