এখনো বন্ধ ফেনীর ৭৮১ শিক্ষাপ্রতিষ্ঠান

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

ফেনীতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা খাত। গত ২০ আগস্ট থেকে পাঠদান বন্ধ হয়ে যায় জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজসহ ৯২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে। বন্যার পানি নামার পর কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পাঠদান শুরু করলেও এখনো ৭৮১টি কবে খুলবে সে ব্যাপারে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৫৯টি, মাধ্যমিক বিদ্যালয় ১৯৩টি, মাদরাসা ১২৮টি, কলেজ ৩০টি, কারিগরি, ডিপ্লোমা ও প্রশিক্ষণসংশ্লিষ্ট ১০টি। বন্যায় প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানই প্লাবিত হয়েছে।

ফেনী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলায় ৮০টি ছাগলনাইয়া উপজেলায় ২৭টি, ফুলগাজী উপজেলায় ২৮টি, পরশুরাম উপজেলায় ২৮টি, সোনাগাজী উপজেলায় ৩৬টি, দাগনভূঞা উপজেলায় ৪০টি মাধ্যমিক বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। মাধ্যমিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৩৯টি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৪ কোটি টাকা।
ফেনীতে ৫৪২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ১৫২টি, ছাগলনাইয়া উপজেলায় ৬৮টি, দাগনভূঞা উপজেলায় ১০২টি, সোনাগাজী উপজেলায় ১১০টি, পরশুরাম উপজেলায় ৫১টি, ফুলগাজীতে ৫৯টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ ভবনের নিচতলার শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের দরজা, জানালা, আসবাবপত্র টেবিল, চেয়ার, হাইবেঞ্চ, লোবেঞ্চ, আলমারি, কেবিনেট, কম্পিউটার, বৈদ্যুতিক লাইন বৈদ্যুতিক সরঞ্জাম, টয়লেট ব্লক, অভ্যন্তরীণ রাস্তা, মাঠ, সীমানা প্রাচীর নষ্ট হয়েছে।
দাগনভূঞার সাপুয়া হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী নাহার জানায়, বন্যার পানি ঘরে প্রবেশ করে বই-খাতাসহ সবকিছু নষ্ট হয়ে গেছে। এবার বিভিন্ন সময় টানা স্কুল বন্ধ থাকায় ঠিকভাবে সিলেবাস শেষ করা যায়নি। কিছুদিন পর প্রস্তুতি ছাড়াই তাদের নির্বাচনী পরীক্ষায় বসতে হবে।
পরশুরাম উপজেলার সামিয়া আনজুম নামে আরেক শিক্ষার্থী বলে, বাড়িতে বন্যার পানি প্রবেশ করায় অন্যত্র গিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। ঘরে থাকা বইপত্র কিছুই বাঁচানো যায়নি। এ পরিস্থিতিতে স্কুল কবে খুলবে সেটাও জানি না।

আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন বলেন, বন্যার সময়ে বিদ্যালয়ে আশ্রয় নেওয়া কয়েকটি পরিবার এখনো অবস্থান করছে। কবে থেকে পাঠদান শুরু হবে তা অনিশ্চিত।

ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেন, প্রতিষ্ঠানের কোনো শ্রেণিকক্ষ এখন কার্যক্রম পরিচালনার উপযোগী নয়। সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে শ্রেণি কার্যক্রম শুরুর চেষ্টা চলছে।  

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ বলেন, প্রতিষ্ঠানগুলোতে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়েও তালিকা হচ্ছে। উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তা ও নিজ নিজ প্রতিষ্ঠানকে শ্রেণি কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ বলেন, প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিষ্ঠান এখনো পাঠদানে অনুপযোগী হয়ে আছে। শহর এলাকার কিছু কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। তাদের আগামীকাল শ্রেণি কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ পর্যায়ে যেসব শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়ে গেছে, স্কুলগুলোকে তাদের সঙ্গে কথা বলে তালিকা প্রণয়নের জন্য বলা হয়েছে। তালিকা হাতে পেলে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। আগামী সপ্তাহ থেকে কিছু বিদ্যালয় খুলে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পানি নেমে গেছে, ধীরে ধীরে সেগুলো খুলে দেওয়া হচ্ছে। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর বিষয়ে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0032341480255127