এনসিটিবির নব নিযুক্ত সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস-এর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, সাবেক ছাত্র-ছাত্রী ও ভক্ত এবং স্থানীয় রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিবের বিরুদ্ধে যাবতীয় অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, কয়েকটি ভুইফোঁড় অনলাইন পত্রিকা, ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেইজ এনসিটিবির সচিবের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
গত ২৯ সেপ্টেস্বর এনসিটিবির সচিব পদে নিয়োগ পাওয়া শাহ মুহাম্মদ আল ফেরদৌসকে আওয়ামী লীগ আমলের একজন স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নে হিসেবে অপপ্রচার করলেও বাস্তবে তা নয়। মানিকগঞ্জের স্থানীয় রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিসিসিএ সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলেছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে এনসিটিবির সচিবের কোনো ধরনের সম্পর্ক নেই। বরং আওয়ামী লীগ আমলে নানাভাবে স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক ক্ষতিগ্রস্থ হয়েছেন সচিব ও তাদের আত্মীয়-স্বজনরা।
শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২১ ব্যাচের কর্মকর্তা। গত কয়েকদিন ধরে বিভিন্ন ভুইফোঁড় অনলাইন পত্রিকা ও ফেসবুক গ্রুপে ফেরদৌস সম্পর্কে নানা মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচরের তীব্র প্রতিবাদ করে ফেসবুকে কমেন্ট করেছেন সচিবের একাধিক ব্যাচমেট ও বন্ধুরা।
শাহ মুহাম্মদ ফিরোজ দৈনিক শিক্ষাড্টকমকে বলেন, ‘আমি আওয়ামী লীগ সরকারের কোনো মন্ত্রীর আত্মীয় নই। এসব অপতথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা পালনে আমি সরকারের কাছে অঙ্গীকারাবদ্ধ। আমার মেধা, সততা ও নিষ্ঠার সাথে এ গুরু দায়িত্ব পালন করবো।
‘আমার বিরুদ্ধে যারা অপপ্রচার করছেন, তাদের প্রতি আহ্বান রইলো আপনারা প্রতিহিংসামূলক আচরণ না করে বরং সরকার আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে সেটা যেন যথাযথভাবে পালন করতে পারি সে সহযোগীতা কামনা করছি,’ যোগ করেন তিনি।