এমপিওতে ঠাঁই হয়নি ফুলবাড়ীর ৭ প্রতিষ্ঠানের

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি |

সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নতুন এমপিও ঘোষণা হলেও তালিকায় ঠাঁই হয়নি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের।

জানা গেছে, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়, শালগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চকসাহাবাজপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আমডুঙ্গিহাট ইমান উদ্দিন চৌধুরী আলিম মাদরাসা, লালপুর বালিকা দাখিল মাদরাসা, লক্ষিপুর স্কুল অ্যান্ড কলেজসহ উপজেলার মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এমপিওর অপেক্ষায় রয়েছে।

এমপিও না হওয়ায়  শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন শিক্ষকতা করেও সরকারি কোনো সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। হতাশ তাদের পরিবারের সদস্যরাও। এদের মধ্যে অনেক শিক্ষক রয়েছেন যারা দু’এক বছর পর অবসরে যাবেন।

জানা গেছে, ফুলবাড়ী বঙ্গবন্ধু কলেজটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বেতদিঘির চিন্তামন এলাকায় প্রায় ৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। ২০১০ খ্রিষ্টাব্দে কলেজটির এইসএসসি প্রর্যন্ত এমপিও হলেও স্নাতক শাখার এমপিও হয়নি। ফলে চাকরি করেও কোন বেতন ভাতা পান না কলেজের ১৮ জন শিক্ষকসহ ২৪ জন শিক্ষক-কর্মচারী। 

বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, এই কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার আলো ছড়ালেও, মানবেতর জীবনযাপন করছে এমপিও না হওয়া শিক্ষক-কর্মচারীরা।

ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয় দক্ষিণ বাসুদেবপুর (বড়বন্দর) এলাকায় ১৯৯৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ২০০৫ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও হলেও, এখন প্রর্যন্ত ৯ম ও ১০ম শ্রেণির এমপিও হয়নি। গায়ারপাড়া উচ্চ বিদ্যালয়টি ২০০৫ খ্রিষ্টাব্দে নি¤œ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও হলেও এখন ৯ম ও ১০ম শ্রেণির এমপিও হয়নি। শালগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা হলেও এখন প্রর্যন্ত এমপিও হয়নি। 

ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন বলেন, ২০ বছরের অধিক সময় শিক্ষকতা করে এখন প্রর্যন্ত বেতন-ভাতা কিছুই পাননি  ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষকরা। তাদের অনেকের চাকরির সময় শেষ হয়ে আসছে। তিনি বলেন, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এই প্রর্যন্ত ১৭টি ব্যাচ এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে। কিন্তু যারা শিক্ষা দিয়েছে, তারা এখনো মানবেতর জীবন-যাপন করছে পরিবার-পরিজন নিয়ে।

গত ২৩ অক্টোবর এমপিও তালিকায় নাম এসছে ফুলবাড়ী উপজেলার একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী মহিলা বিএম কলেজের । এ কারণে এমপিও তালিকা  পুনঃ বিবেচনার দাবি তুলেছেন শিক্ষক-কর্মচারীরা।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.002453088760376