বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ৩৯৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৪৩ জন, ভোকেশনাল শিক্ষাক্রমের ২৫১ জন ও বিভিন্ন কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে কর্মরত ২ জন শিক্ষক রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে পৃথক আদেশ জারি করা হয়েছে। গতকাল বুধবার আদেশগুলো প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের এমপিও অক্টোবর মাস থেকে কার্যকর হবে। এমপিও অনুমোদন কমিটির ২২তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ ৩৯৬ শিক্ষক-কর্মচারীর পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৪ ও ২৭ নভেম্বর তারিখে আদেশগুলো জারি করা আদেশগুলো ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছে।
নতুন এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
নতুন এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা দেখুতে ক্লিক করুন
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।