এমপিওর আবেদন প্রক্রিয়াকরণের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক |

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারিদের শুধু মে মাসের এমপিও প্রদানের লক্ষ্যে আবেদনের প্রক্রিয়াকরণের সময় তিন দিন বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২৩ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। রহস্যজনক অগ্নিকাণ্ডে ইএমআইএস সেল টানা দুই সপ্তাহ অচল থাকায় শিক্ষকদের এমপিওভুক্তির প্রক্রিয়াকরণের জন্যই সময় বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছিলো। 

আদেশে বলা হয়, আগামী ২৫ মে পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও সময় বৃদ্ধি করা হয়েছে। তবে, এ সময়ের মধ্যে শুধু আঞ্চলিক উপপরিচালকগণ ইএমআাইএস সেলে সেন্ড করতে পারবেন বলে অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিকশিক্ষাকে জানিয়েছেন। নতুন করে কোনো এমপিওপ্রত্যাশীর আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়। ভুক্তভুগীরা দৈনিকশিক্ষাকে জানিয়েছেন যে সার্ভার অকার্যকর থাকায় তারা ৯ ও ১০ মে আবেদন করতে পারেননি।     

এদিকে টানা ১৪ দিন পর বুধবার (২৩ মে) সচল হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল। গত ৯ এপ্রিল ইএমআইএস সেলে রহস্যজনক অগ্নিকাণ্ডের পর এমপিওভুক্তির সফটওয়্যার বিকল হয়ে পড়ে। এর ফলে  মাঠ পর্যায় থেকে এমপিওর আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ যায়।

গত ১৫ মে  ছিল এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়াকরণের শেষ দিন। এমআইএস সেল আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ায়  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তারা এমপিওর আবেদন প্রক্রিয়াকরণ শেষ করতে পারেননি।
 
জানা যায়, শিক্ষা ভবনের ২য় ব্লকের পাঁচ তলায় এমপিও প্রক্রিয়াকরণ ও তথ্য ভাণ্ডারে আগুনের ঘটনা তদন্তে গত ৯ এপ্রিল  ৫ সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি গঠন করা হয়। অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদাকে প্রধান করে গঠিত এ কমিটির অপর সদস্যরা হলেন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মোস্তফা কামাল, উপ পরিচালক খুরশীদ আলম, সহকারি পরিচালক (প্রকৌশল) মোঃ আঃ খালেক ও সেসিপের সহকারি পরিচালক মোঃ আমিনুল ইসলাম।তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি অদ্যাবধি।

 

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বুধবার সকালে অথবা ৮ এপ্রিল গভীর রাতের যেকোনো সময় ইএমআইএস সেলে আগুনের ঘটনা ঘটে। এতে  ক্ষতিগ্রস্থ হয় বিপুল পরিমাণ এমপিওভুক্তির নথিপত্র, এসি, একাধিক কম্পিউটার ও সার্ভারের যাবতীয় তথ্য। প্রায় পাঁচ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারীর সরকারি বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) বিতরণ ও যাবতীয় তথ্য সংরক্ষণ করার একমাত্র তথ্য ভান্ডার ইএমআইএস সেল। প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের এমপিও আদেশের কপি ছেপে তা ব্যাংকে পাঠানো হয় এই সেল থেকেই।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0095949172973633