এমপিও না দেয়ার শর্তে আরও ছয়টি নতুন স্কুল স্থাপনের অনুমতি দিতে সম্মতি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্থাপনের অনুমতি দেয়া হলেও স্কুল পরিচালনা ও প্রতিষ্ঠার সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ না রাখার শর্ত দেয়া হয়েছে। রোববার নতুন স্কুল স্থাপনের অনুমতি দেয়ার সম্মতি জানিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নতুন স্থাপিত হতে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, ঢাকা বোর্ডের অধীনে ধামরাইয়ের মোহাম্মদ খান মেমোরিয়াল গার্লস হাইস্কুল, রাজশাহী বোর্ডের অধীনে বগুড়ার কাহালুর লাইট হাউস স্কুল, দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর সদরের আমতলা বিদ্যাপীঠ, ময়মনসিংহ বোর্ডের অধীনে জামালপুরের ইসলামপুরের লাইসিয়াম একাডেমি, সদরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল, নেত্রকোণা সদরের ময়মনসিংহ রুহী স্কুল। প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না করার শর্তে স্থাপনে সম্মতি জানালো শিক্ষা মন্ত্রণালয়।
স্থাপনের অনুমিতে সম্মতি দেয়া হলেও শর্ত হিসেবে বলা হয়েছে, নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর সঠিক পরিমানে জমি থাকতে হবে। এক বছরের মধ্যে নিজস্ব জমিতে অবকাঠামো নির্মাণসহ অন্যান্য শিক্ষা উপকরণ সংগ্রহ করতে হবে। পাঠদানের অনুমতি চাওয়ার আগেই প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকসহ প্রয়োজনীয় প্রশাসনিক জনবল নিয়োগ করতে হবে। বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।