এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) দিতে কর্মশালা আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কর্মশালাটি আগামীকাল বুধবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
সোমবার (২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
দুই শিফটে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টায় শুরু হবে আর দ্বিতীয় শিফট দুপুর ২টায় শুরু হবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রত্যেক অংশগ্রহণকারীকে কর্মশলায় অবশ্যই ল্যাপটপ আনতে হবে।
চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ ইএফটিতে দেয়া সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা সংযুক্ত তালিকা এবং সময় অনুযায়ী জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর অডিটোরিয়ামে আয়োজনের উদ্যোগ গ্রহণ হয়েছে।
এছাড়াও কর্মশালায় অংশগ্রহণের জন্য ২৫১ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তালিকা দেয়া হয়েছে। এই কর্মকর্তাদের কর্মশালায় অংশগ্রহণ করতে বলা হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।