এসএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার ফল আগামী সোমবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এদিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।
শুক্রবার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা বোর্ডগুলো মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি জানান, আগামী সোমবার (২৮ আগস্ট) এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সব বোর্ডে একই দিনে এ ফল প্রকাশ করার কথা আছে। বোর্ডগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আবেদন করা খাতা পুনঃনিরীক্ষণের কাজ করছে। আশা করছি এদিন দুপুরের পরই শিক্ষার্থীরা ফল পাবেন।
তিনি আরো জানান, ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী এসএসসির বিভিন্ন বিষয়ের ১ লাখ ৯১ হাজারটির বেশি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, যেসব পরীক্ষার্থী এসএসসির খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন তাদের সবার খাতা পুনরায় যাচাই করা হচ্ছে। কোনো অসঙ্গতি পেলে সেগুলো দূর করে ফল প্রকাশ করা হবে। খাতা চ্যালেঞ্জ করে বহু শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। প্রতিবছরই এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা শেষে ফল পুনঃনিরীক্ষার আবেদন নেয়া হয়ে থাকে।
জানা গেছে, ইতোমধ্যে একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ শেষ হলেও ৩১ আগস্ট খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। প্রথম ধাপে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।