এসএসসি পরীক্ষার ফলে সন্তুষ্ট হতে না পেরে খাতা চ্যালেঞ্জ করেছেন ঢাকা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। তারা মোট ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। রোববার দুপুরে ঢাকা বোর্ড সূত্র দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো। এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ফল প্রকাশের পর দিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসিতে কাঙিক্ষত ফল না পেয়ে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থীর ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। তারা মোট ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, যেসব পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন তাদের সবার খাতা পুনরায় যাচাই করা হবে। কোনো অসঙ্গতি পেলে সেগুলো দূর করে ফল প্রকাশ করা হবে। খাতা চ্যালেঞ্জ করে বহু শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। প্রতিবছরই এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা শেষে ফল পুনঃনিরীক্ষার আবেদন নেয়া হয়ে থাকে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।