এসএসসি ও সমমানের চতুর্থ দিনে বহিষ্কার ১৩০, অনুপস্থিত সাড়ে ২১ হাজার

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : এসএসসি ও সমমানের চতুর্থ দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বৃহস্পতিবার সারা দেশে ১২৮ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ২ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। আর সারাদেশে অনুপস্থিত ছিলেন ২১ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এসএসসির চতুর্থ দিনে বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭৬ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ২ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় সারাদেশে ১০ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫৬ হাজার ৩৩১ জন। ২ হাজার ২৬৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৪ লাখ ৪৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী। 

এদিন ঢাকা বোর্ডের ১৮ জন, কুমিল্লা বোর্ডের ১৪ জন, যশোর বোর্ডর ১ জন, বরিশাল বোর্ডের ২০ জন, দিনাজপুর বোর্ডের ১৭ জন ও ময়মনসিংহ বোর্ডের ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর শুধু  কুমিল্লা শিক্ষা বোর্ডের ২ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। 

এ দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডের ২ হাজার ৯৪৫ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৩১৯ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ১৩০ জন, যশোর বোর্ডের ১ হাজার ২৪৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ১৪৫ জন, সিলেট বোর্ডের ৬৬৩ জন, বরিশাল বোর্ডের ৭০৩ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ২৪৬ জন ও ময়মনসিংহ বোর্ডের ৬৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, দাখিলের গণিত পরীক্ষায় ৫২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৩৯০ জন।
 
সারাদেশের ৭১৮টি কেন্দ্রে দাখিলের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৭২ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬১ হাজার ৯৪৩ জন। 

এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ভোকেশনালের আরবি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১২১ জন। 

জানা গেছে, সারাদেশের ১১৩টি কেন্দ্রে দাখিল ভোকেশনালের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ২ হাজার ১৯১ জন। 

আগামী রোববার সকালে এসএসসির গণিত পরীক্ষা, দাখিলের বাংলা প্রথম পত্র ও এসএসসি ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে - dainik shiksha অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ - dainik shiksha জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর - dainik shiksha বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা - dainik shiksha হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল - dainik shiksha পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024459362030029