দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : এসএসসি পরীক্ষা দিতে এসে আর বাড়ি ফেলা হলো না নাহিদ হোসেনে। পরীক্ষার কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। এসএসসির প্রথম দিনে বৃহস্পতিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা এলাকার ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। তবে সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ জ্ঞান হারান ওই পরীক্ষার্থী। সবাই ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাহিদ হোসেন একই উপজেলার শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার বাবার নাম মো. আবুল কালাম আজাদ।
জানতে চাইলে ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, সকালে পরীক্ষা দিতে এসেছিলেন ওই ছাত্র। সাড়ে নয়টার কিছুক্ষণ আগে হঠাৎ তিনি জ্ঞান হারান। পরে তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান কেন্দ্রসচিব ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখান থেকে অন্য একটি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।