আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেড়েছে। এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার।
মঙ্গলবার এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তবে অন্যান্য সূত্রমতে নানা কারণে প্রায় প্রতি বছর শিক্ষার্থীদের ফরম পূরণের হার বৃদ্ধি পায়। তার মধ্যে বাণিজ্যিকভাবে গড় ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলো টাকার জন্য ঝরে পড়া শিক্ষার্থীদের ফরম পূরণ করানো, একাধিকবার ফরম পূরণের সুযোগ দেয়া উল্লেখযোগ্য। , ..