দৈনিক শিক্ষাডটকম, বরিশাল : বরিশালে ঔষধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
সোমবার সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্য, বিশেষ করে ওষুধের দাম হঠাৎ করে বৃদ্ধি সাধারণ ভোক্তার জন্য অসহনীয় হয়ে উঠেছে। এক্ষেত্রে সিন্ডিকেট ব্যবস্থা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে সরকারকে।