‘বাংলাটা ঠিক আসে না’ খ্যাত ভারতীয় কবি ভবানীপ্রসাদ মজুমদার মারা গেছেন। বুধবার ভোরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যু বাংলার সাহিত্য জগতে এক শূন্যতা সৃষ্টি করলো।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতার মধ্যে সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। চিকিৎসকদের নির্দেশ মেনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ।
প্রধানত ছোটদের জন্যই লিখতেন তিনি। কিন্তু মজার মজার লেখনীতে সকলকে মুগ্ধ করার পাশাপাশি ভবানীপ্রসাদের লেখায় থাকত সামাজিক স্যাটায়ার। ছোট-বড় সব বয়সীদের মধ্যে সমান জনপ্রিয় ছিলেন ভবানীপ্রসাদ মজুমদার। তাঁর জনপ্রিয় ছড়া 'বাংলাটা ঠিক আসে না'।
সবমিলিয়ে জীবনকালে ভবানীপ্রসাদ লিখেছেন কুড়ি হাজারের বেশি ছড়া। ‘মজার ছড়া’, ‘সোনালী ছড়া’, ‘কোলকাতা তোর খোল খাতা’, ‘হাওড়া-ভরা হরেক ছড়া’, ‘ডাইনোছড়া’র মতো একাধিক বই লিখেছেন তিনি। সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন ‘ছড়ায় ছড়ায় সত্যজিৎ’ এবং ‘রবীন্দ্রনাথ নইলে অনাথ’।
হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাশনগরের দক্ষিণ শানপুর গ্রামে জন্ম নেওয়া ভবানীপ্রসাদ মজুমদার ছোট থেকেই লেখালেখি করতে ভালবাসতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। সময়ের সঙ্গে মানুষের জীবনের পরিবর্তন, দিনযাপনের আদবকায়দা সবটাই একটা সময় নিজের কলমের মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। পেশায় ছিলেন শিক্ষক। পড়াতেন শানপুরের কালিতলা প্রাথমিক বিদ্যালয়ে। পরে এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন। আর সেই সঙ্গে চালিয়ে গিয়েছেন লেখালেখি।
সাহিত্যে তাঁর অবদানের জন্য নানা সময়ে পেয়েছেন একাধিক পুরস্কার। দেশের প্রেসিডেন্টের হাত থেকে পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পেয়েছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার। এছাড়া আরও পেয়েছেন- পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, শিশুসাহিত্য পরিষদ পুরস্কার, অভিজ্ঞান স্মারক, ছড়া সাহিত্য পুরস্কারসহ একশোর বেশি পুরস্কার।