দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, করোনার নতুন ধরন দ্রুত ছড়ায়। তবে প্রাণহাণির আশঙ্কা কম। এর জন্য প্রচলিত টিকাই দেয়া হবে।
রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম মিটিংয়ের বিষয়বস্তু, সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগদান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
অবৈধ ক্লিনিক প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, হঠাৎ করে ক্লিনিক বন্ধ করা যায় না। তবে অবৈধ ক্লিনিকের তালিকা এসেছে। এই তালিকা ধরে অভিযান চলবে। এ সময় তিনি আরও বলেন, রাতারাতি সবকিছু বদলানো সম্ভব না। মানুষের আস্থা নেই বলেই মানুষ বিদেশে যাচ্ছে। সেই আস্থা ফেরাতে রুট লেভেল পর্যন্ত কাজ করতে হবে।
প্রসঙ্গত, আগে গত ১৮ জানুয়ারি দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, দেশে করোনাভাইরাসের অমিক্রন ধরনের উপধরন জেএন ১ শনাক্ত হয়েছে। পাঁচ ব্যক্তির দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী সব দেশে বিকশিত, পরিবর্তন ও সঞ্চালিত হচ্ছে। যদিও উদ্ভূত লক্ষণগুলো পরামর্শ দেয়, জেএন ১ অতিরিক্ত জনস্বাস্থ্য ঝুঁকি কম। আমাদের এই ভাইরাসের বিবর্তন ট্র্যাক করতে হবে।
তিনি বলেন, এজন্য দেশগুলোকে অবশ্যই নজরদারি এবং সিকোয়েন্সিং জোরদার করতে হবে। পাশাপাশি ডেটা শেয়ারিং (তথ্য সরবরাহ) নিশ্চিত করতে হবে।
বিশ্বজুড়ে জেএন ১ দ্রুত বিস্তার ঘটছে। ফলে একে বেশি গুরুত্ব দিচ্ছে ডব্লিউএইচও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে, একাধিক দেশে করোনার উপধরণটির ধরা পড়েছে। বিশ্বব্যাপী এর প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ভ্যারিয়েন্ট অন্যান্য ভাইরাল ও ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে, বিশেষত শীত মৌসুমে প্রবেশকারী দেশগুলোতে কোভিড-১৯ রোগী শনাক্তের পরিমাণ বৃদ্ধির কারণ হতে পারে।