করোনার মধ্যেই আইসিএসবি পরীক্ষা নেবে

দৈনিকশিক্ষা ডেস্ক |

করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও এ পরিস্থিতির মধ্যেই পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।  

আগামী ১৪ আগস্ট থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন লেভেলের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে, যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠানটির বেশিরভাগ শিক্ষার্থীই পরীক্ষায় বসতে চাইছেন না।

পরীক্ষার্থীরা বলছেন, পরীক্ষা নেওয়ার ঘোষণায় পরীক্ষার্থীদের করোনা ঝুঁকির মধ্যে ফেলছে বাণিজ্য মন্ত্রণালয় অধিভুক্ত এ প্রতিষ্ঠানটি। বিষয়টি বিবেচনার অনুরোধ করেছেন পরীক্ষার্থীরা। আইসিএসবি কর্তৃপক্ষ বলছে, দেশে সবকিছু খুলে যাচ্ছে, তাই সেশনজট এড়াতে সেফটি মেজার নিয়ে পরীক্ষা নেবেন।

দেশের লিস্টেড কোম্পানির সেক্রেটারি হওয়ার জন্য চার্টার্ড সেক্রেটারি (সিএস) ডিগ্রি প্রয়োজন পড়ে, আর আইসিএসবির মতো প্রতিষ্ঠানগুলো কোর্স শেষে সনদ দেওয়া।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা বলছেন, করোনার কারণে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার কথা বলা হলেও সরকারি নির্দেশনা মানছে না আইসিএসবি। চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট, ২০১০ সালের আইনবলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত পরিচালিত হয়ে আসছে। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ছয়টি লেভেলের মধ্যে ফাউন্ডেশন লেভেল, লেভেল ওয়ান, টু, থ্রি এবং প্রফেশনাল লেভেল ওয়ান এবং টু। সব লেভেরের পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীদের দাবি, একদিকে করোনা আক্রান্তের ঝুঁকি, অন্যদিকে করোনার কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতিতেও ভাটা রয়েছে। এ অবস্থায় পরীক্ষা নিলে উভয় দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে হবে তাদের।

আইসিএসবির ভারপ্রাপ্ত সেক্রেটারি শামিবুর রহমান মঙ্গলবার বলেন, 'পরীক্ষা না নিলে সেশনজটের মধ্যে পড়ে যাবো। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) করোনার মধ্যে গত ৮ আগস্ট থেকে পরীক্ষা নিচ্ছে। আমরাও পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। আমরাও সেফটি মেজার নিয়ে পরীক্ষা নেবো। ‘তাছাড়া দেশে এখন ধীরে ধীরে সবকিছু খুলে যাচ্ছে। আমরাও পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছি।' ’

পরীক্ষার্থীরা বলছেন, এ ধরনের প্রতিটি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত, একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই। কিন্তু করোনার মধ্যে পরীক্ষা নিয়ে ঝুঁকির মধ্যেই ফেলে দেওয়া হচ্ছে। তারা কর্তৃপক্ষকে পরীক্ষা নেওয়ার ঘোষণা থেকে সরে আসার অনুরোধ করেছেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0022759437561035