করোনা : শিক্ষার্থীদের ফিরতে নোটিশ দিয়েছে চীনা বিশ্ববিদ্যালয়

দৈনিকশিক্ষা ডেস্ক |

চীন থেকেই বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। চীন করোনা জয়ের কাছাকাছি গেলেও বিশ্বব্যাপী করোনা-আতঙ্ক বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে।ৃে তবে চীনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এ কথা বলা যায়। শনিবার (২ মে) প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন ছাইয়েদুল ইসলাম।

প্রতিবেদনে আর বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়াতে বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং শিক্ষার্থীদের স্প্রিং সেমিস্টারের কথা চিন্তা করে চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফিরতে নোটিশ দিয়েছে। ১১ মে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফেরার জন্য নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বর্তমানে চিয়াংশি প্রদেশসহ চীনের কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি এবং কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এর ফলস্বরূপ, চিয়াংশি প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফিরতে তারিখ ঘোষণা করেছে। ১১ মে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফিরতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বাগত জানাবে। চীনের শিক্ষার্থীরা শিগগিরই ক্যাম্পাস জীবন শুরু করবে।

নোটিশে আরও বলা হয়, দুর্ভাগ্যক্রমে, মহামারিটি এখনো বিশ্বব্যাপী একটি বিশাল চ্যালেঞ্জ এবং সংক্রমণ হওয়ার ঝুঁকি এখনো খুব বেশি। এর আলোকে আমরা বর্তমানে আমাদের বিদেশি শিক্ষার্থীদের, যাঁরা বর্তমানে চীনের বাইরে রয়েছেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ে ফেরার তারিখটি বিলম্ব করার সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং, চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী, যাঁরা বর্তমানে চীনের বাইরে অর্থাৎ যার নিজ নিজ দেশে রয়েছে, তাদের ওভারসিজ এডুকেশন অফিস থেকে পরবর্তী নোটিশ দেয়ার আগে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারও যদি কোনো প্রশ্ন থাকে তবে ই-মেইল বা ওয়েচ্যাটের মাধ্যমে শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যাও সমান তালে বাড়ছে। শনিবার পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩৩ লাখের বেশি মানুষের। মারা গেছে ২ লাখ ৩৮ হাজার ৫০৬ জন। আর সুস্থ হয়েছে ১০ লাখ ৮১ হাজার ৬৩৯ জন।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0030069351196289