ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পাটির সব আশাকে ধুলিস্যাৎ করে বিজয়ী হয়েছে কংগ্রেস। অনেকেই বলেছেন কংগ্রেসের চমকপ্রদ জয়। কিন্তু এ বিজয়ের পরেও রাজ্যের কংগ্রেস দলের নেতাদের মধ্যে কোনো খুশির রেশ দেখা যায়নি। আসলে কুরশি দখলের লড়াইয়ে কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি হননি।
আর তাই নির্বাচনের ফল ঘোষণার পর ৫ দিন ধরে চলেছে নানা কসরৎ। নানা ফরমুলা নিয়ে হয়েছে কথা চালাচালি। শেষপর্যন্ত সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে সবাইকে নিমরাজি করানো গিয়েছে।
আর তারপরই বৃহস্পতিবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রবীণ নেতা সিদ্দারামাইয়া। এর আগে ২০১৩ থেকে ২০১৮ খ্রিষ্টাব্দ তিনি রাজ্যটির মুখ্যমন্ত্রী পদে ছিলেন ৫ বছর।
অবশ্য একজন উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে আপাতত সংকট কাটানো হয়েছে। উপমুখ্যমন্ত্রী হবেন ডি কে শিবকুমার। উপমুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি তিনি রাজ্যে কংগ্রেসের প্রধান পদেও বহাল থাকবেন।
তবে শিবকুমার যে খুব একটা খুশি তা মোটেই নয়। তাই তিনি প্রকাশ্যে বলেছেন, এই ফর্মুলা যে তার খুব একটা মনঃপূত হয়েছে তা নয়। তবে ‘দলের বৃহত্তর স্বার্থে’ তিনি এই প্রস্তাব মেনে নিচ্ছেন এবং এই সিদ্ধান্তকে ‘আদালতের রায়ের’ মতো গ্রহণ করছেন।