ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল বা আইকিউএসি।
রোববার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান স্বাগত বক্তব্যে বলেন, ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্য পূরণে সবাইকে কাজ করে যেতে হবে। প্রশিক্ষণ হলো দক্ষ জনবলের চাবিকাঠি। প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। এ সময় তিনি মানব সম্পদ, ব্যবস্থাপনা, আইন, আচরণ, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, মানবিক সম্পর্ক উন্নয়ন, পরিবর্তন সম্পর্কে জ্ঞান অর্জন, সম্পদের পুনরায় ব্যবহার, বিকল্প নির্ধারণ, আভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
কর্মশালায় ফাইল ম্যানেজমেন্ট, বাজেট এবং ক্রয়, কর্মকর্তার পালনীয় কোড অফ কন্ডাক্ট বিষয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার এবং স্টাটিউটসের ভিত্তিতে কর্মকর্তার পালনীয় দায়িত্ব বিষয়ে আলোচনা করা হয়। অধ্যাপক ড. এ টি এম সামছুজ্জোহা অনুষ্ঠান সঞ্চালনা করেন।