কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি অতীব জরুরি। এ বিষয়টি নিয়ে জনগণকে সচেতন করা উচিত। সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সভা, সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ববহ হবে।
বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শাহবাগে বিএসএমএমইউ'র শহীদ ডা. মিলন হলে এক অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে’ শীর্ষক সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে বিএসএমএমইউ'র মনোরোগবিদ্যা বিভাগ এবং অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের দেশে মেন্টাল হেল্থ কেয়ার বিষয়টি অনেক বড়। কিন্তু চিকিৎসা অপ্রতুল। প্রাথমিক কেয়ারটা সঠিকভাবে নিতে পারলে মানুষ অনেক উপকৃত হয়।
বিএসএমএমইউ'র অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহবায়ক এবং মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মহসিন আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএসএমএমইউ'র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মো. শাহিনুল আলম, প্রফেসর ডাক্তার হিদায়েতুল ইসলাম, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল মুত্তালিব, প্রফেসর ডাক্তার মো. নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।