কলেজছাত্র খু*ন : তিন ‘ছিনতাইকারী’ গ্রেফতার

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

রাজধানীর ধানমন্ডিতে কলেজ ছাত্র খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, যাদের দুই জনই কিশোর।

তারা তিনজনই ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদের ভাষ্য। 

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেফতার তিনজনের মধ্যে একজনের বয়স ১৬, অপর জনের ১৪ বছর। অন্য হচ্ছেন ২৫ বছর বয়সী সুমন ভূইয়া ওরফে বড় সুমন।

তাদের কাছ থেকে একটি মোবাইল, একটি ব্যাটারি চালিত রিক্সা এবং চাকু উদ্ধার করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, “এই চক্রটি রাত হলেই ব্যাটারিচালিত রিকশা নিয়ে বিভিন্ন সড়কে ‘শিকার’ খোঁজার জন্য ঘুরে। তার ধারাবাহিকতায় শেখ জামাল মাঠের সামনে দুইজনকে পেয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“এদের মধ্যে একজন ছিনতাইকারীদের ভয়ে মোবাইল দিয়ে দেন, অপরজন না দেওয়ার কারণে তাকে ছুরিকাঘাত করে।”

রোববার রাতে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের ছাত্র এইচ এসসি পরীক্ষার্থী আদনান সাইদ রাকিব এবং তার বন্ধু সৈয়দ সাজেদ হায়দার রাইয়ান কলাবাগান স্টাফ কোয়ার্টার থেকে বের হয়ে শেখ জামাল ক্লাব মাঠের সামনে চা খেতে যায়।

এ সময় ব্যাটারিচালিত রিকশায় করে আসা তিনজন চাকুর ভয় দেখিয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশ বলছে, রাইয়ান মোবাইল দিয়ে দিলেও রাকিব বাধা দেন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে দাঁড়িয়ে থাকা রিকশায় করে পালিয়ে যায়।

ঘটনার পর গোয়েন্দা পুলিশ আসামি গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে রায়েরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

তাদের দলে আরো একজন আছে জানিয়ে ডিবি কর্মকর্তা হারুন বলেন, “দলের ওই সদস্যকেও গ্রেফতারের চেষ্টা চলছে।”


পাঠকের মন্তব্য দেখুন
আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন - dainik shiksha আইনের মারপ্যাঁচে অনিশ্চিত ১৯তম শিক্ষক নিবন্ধন ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ - dainik shiksha ‘ঢাবির ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই’ হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ - dainik shiksha হাই-টেক পার্কের নাম হবে জেলার নামে: উপদেষ্টা নাহিদ দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ - dainik shiksha দীপু মনির নামে আরেক মামলা, আসামি ৬০০ স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা - dainik shiksha স্কুল-কলেজে বিশৃঙ্খলা : কোথাও জবরদস্তি কোথাও পালিয়ে থাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027370452880859