শিক্ষিকার গোপন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল, প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |

সাদিয়া সালসাবিল বৃষ্টি (ছদ্মনাম)। কলেজে শিক্ষকতা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় মোহাম্মাদ হোসাইন শিবলুর সঙ্গে। পরিচয় থেকে ভালো লাগা। এরপর তা রূপ নেয় ভালোবাসায়। এরই মধ্যে দুজন দেখাও করেন। শিবলু অবিবাহিত জানালে প্রেম গভীর হয়। দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি গোপনে ধারণ করেন শিবলু। শিবলুর আগে বিয়ে আছে বিষয়টি জানার পর সম্পর্কের ইতি টানেন কলেজশিক্ষিকা বৃষ্টি।

তবে শিবলু পিছু ছাড়েননি বৃষ্টির। ওই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন তিনি। দীর্ঘ চার বছর এমন নিপীড়ন সহ্য করে শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দ্বারস্থ হন শিক্ষিকা। অবশেষে ডিবির জালে ধরা পড়েছেন অভিযুক্ত শিবলু। রবিবার কুমিল্লার সদর থানা এলাকা থেকে শিবলুকে গ্রেফতার করেছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্যরা।

ডিবি জানায়, কলেজশিক্ষিকা বৃষ্টির সঙ্গে বছর পাঁচেক আগে প্রেমের সম্পর্ক হয় শিবলুর। শিবলুর বারবার অনুরোধে তার সঙ্গে দেখা করেন বৃষ্টি। এরপর কয়েকবার ঘোরাঘুরি করেন একসঙ্গে। প্রেমের শুরুতে শিবলু নিজেকে অবিবাহিত বলে বৃষ্টির কাছে পরিচয় দেন। এ সময় বৃষ্টি তার কিছু ব্যক্তিগত ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিবলুকে পাঠান। এ ছাড়া তাদের ঘনিষ্ঠ মেলামেশার ছবিও গোপনে ধারণ করেন শিবলু। একপর্যায়ে বৃষ্টি জানতে পারেন, শিবলু বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এ খবর জানার পর এক বছরের সম্পর্কের ইতি টানেন বৃষ্টি। তবে বিষয়টি সহজভাবে নেননি শিবলু। বৃষ্টির ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নিয়মিত হয়রানি করতে থাকেন তিনি। শিবলু বলতে থাকেন, তার সঙ্গে সম্পর্ক না রাখলে এসব ছবি তার পরিবারের সদস্য ও বন্ধুদের কাছে পাঠানো হবে। এতেও বৃষ্টি সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে তার ভাবিসহ পরিবারের অন্য সদস্যদের কাছে ছবিগুলো পাঠাতে থাকেন শিবলু।

এভাবেই দীর্ঘ চার বছর ধরে শিবলুর ‘সাইবার নিপীড়ন’ সহ্য করে আসছিলেন বৃষ্টি।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির এডিসি আশরাফউল্লাহ জানান, ১৫ আগস্ট রাজধানীর রমনা মডেল থানায় শিবলুকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কলেজশিক্ষিকা বৃষ্টি। গ্রেফতারের সময় শিবলুর কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। আসামি শিবলু ভিকটিমের কর্মস্থলের সহকর্মীসহ অভিভাবকদের কাছে আপত্তিকর ছবি ছড়িয়ে দিতেন। শিবলু দীর্ঘদিন ধরে এই অপরাধ করে আসছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ - dainik shiksha অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা - dainik shiksha সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে - dainik shiksha শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক - dainik shiksha শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ - dainik shiksha এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে - dainik shiksha যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0047850608825684