দৈনিক শিক্ষাডটকম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় রমজানের প্রথম দিনে উপজেলা সদর ও কৈখালী হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়ম পাওয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ফল ব্যবসায়ী মো. ইমরানকে ৩ হাজার টাকা ও মো. আমিনুল ইসলামকে ৩ হাজার টাকা এবং কৈখালী বাজারের মুদি ব্যবসায়ী মো. শওকত হোসেনকে ৫ হাজার এবং একই বাজারের ফল ব্যবসায়ী দিপংকর দাসকে তিন হাজার টাকা জরিমান করা হয়।
ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়। অভিযানের খবরে বেশিরভাগ ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। এ সময় থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার, এসআই মো. ইমরানসহ সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএনও মো. নেছার উদ্দিন বলেন এ অভিযান অব্যাহত থাকবে।