দৈনিক শিক্ষাডটকম, কাঠালিয়া : ঝালকাঠির কাঠালিয়ায় আগামীর স্বপ্ন সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।
শনিবার সকালে উপজেলার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এর আয়োজন করা হয়। অর্ধশত শিক্ষার্থীকে খাতা, কলমসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। পরে ২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনটির সভাপতি মো. নাজমুছ সালেহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আকন। এ সময় বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল্লাহ আল কায়ূম রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউপি সদস্য মো. নূরুল আলম মিলু, উপজেলা আওয়ামী লীগ নেতা হাসিব ভূট্টো। সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুল ইসলামের পরিচালনায় ও মাওলানা সালাউদ্দিন আহম্মেদের ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, মোসা. সাহেলী বেগম, মাওলানা মো. আল আমিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মেহেদী হাসান রিপন, পিএনপি নেতা মো. কিশোর মাহমুদ, কাঠালিয়া প্রেস ক্লাবেরসহ সভাপতি মো. ছরোয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, সদস্য মো. মহসীন খান, সাংবাদিক মো. মোশারেফ হোসেন, মো. আমিনুল ইসলাম।