কারাগারে বসেই ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি |

কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী।

ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরের পূর্ব নির্ধারিত কেন্দ্রের সঙ্গে কারাগারকে যোগ করে শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে ভর্তি পরীক্ষা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কারাগারে পরীক্ষা দেওয়ার বিষয়ে আদালতের আদেশসহ আবেদনের প্রেক্ষিতে ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী জানিয়েছেন। 

তবে ওই শিক্ষার্থীর নাম পরিচয় বা কোন অভিযোগে অভিযুক্ত তা প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর বলেন, “আমাদের দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা যথাসময়ে সেখানে গিয়ে তার পরীক্ষা নিয়েছেন।”

ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বাকি বিল্লাহ ও সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে ছিলেন। প্রক্টর অফিসের কর্মকর্তা কোমের আলীও সেখানে ছিলেন।

করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ এক বছর অপেক্ষা শেষে শুক্রবার ২০২০ সালের এইচএসসির মানবিক বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৬৮টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘খ’ ইউনিটের দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। প্রতি আসনে জন্য গড়ে  ২০ জন পরীক্ষার্থী লড়েন।

আগামী  ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ‘সাধারণ জ্ঞান’ পরীক্ষা হবে। এছাড়া ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

খ ইউনিটের পরীক্ষা উপলক্ষে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য  (প্রশাসন) অধ্যাপক  মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক  এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0028030872344971