দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : কারিগরি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হবে। আগামী ২৫ থেকে ২৯ এপ্রিল দেশের আট বিভাগের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে এ শিক্ষা সপ্তাহ উদযাপন করা হবে।
এই শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হলো- ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
সোমবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সরাসরি তত্ত্বাবধানে এসব কর্মসূচি পালিত হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর এ শিক্ষা সপ্তাহ পালনে ২৫ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিনে ঢাকার মহিলা পলিটেকনিক থেকে র্যালি শুরু হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।
এরপরে দ্বিতীয় দিনে মাতৃভাষা ইনস্টিটিউটেই সেমিনার করা হবে। তৃতীয় দিনে আরো একটি সেমিনার হবে। চতুর্থ দিনে স্কিলস কম্পিটিশন-এর জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের উদ্ভাবনী প্রদর্শনী করা হবে।
শেষ দিনে সমাপনী অনুষ্ঠান ও স্কিলস কম্পিটিশনে জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এসব অনুষ্ঠানের ব্যয়ভার কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্প ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরাদ্দ থেকে নির্বাহ করা হবে বলেও চিঠিতে জানানো হয়।
অপরদিকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও পৃথকভাবে কর্মসূচি পালন করবে। এর মধ্যে ২৫ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠান, ল্যাব ওয়ার্কশপ পরিদর্শন, অভিভাবক সম্মেলন ও র্যালি করা হবে। দ্বিতীয় দিনে জব ফেয়ার অনুষ্ঠিত হবে।
তৃতীয় দিনে সরকারি-বেসরকারি সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, সব দপ্তর-প্রতিষ্ঠানের প্রধান, কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তি এবং শিল্প-কারখানার মালিকদের সমন্বয়ে সেমিনার হবে ও শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে সমোঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হবে।
চতুর্থ দিনে স্কিলস কম্পিটিশন হবে এবং শেষ দিনে পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান করা হবে।
চিঠি দেখতে ক্লিক করুন এখানে
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।