কারিগরি শিক্ষার বিস্তারে ৩২৯ উপজেলায় হচ্ছে আবাসিক স্কুল

নিজস্ব প্রতিবেদক |

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) প্রতিষ্ঠা করছে সরকার। গ্রামপর্যায়ে কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে সাড়ে ২০ হাজার কোটি টাকার এ প্রকল্প। এসব প্রতিষ্ঠানের আবাসিক-অনাবাসিক মিলিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীকে হাতেকলমে দেয়া হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা।

৫ বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত স্কুল ও কলেজে ষষ্ঠ শ্রেণি থেকে লেখাপড়া শুরু চলচে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। অষ্টম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা ও একটি করে কারিগরি বিষয় থাকবে। ১ হাজার ৮০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে প্রতিটি প্রতিষ্ঠান। এরমধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ৩৬০ জন, ৪টি ট্রেডে এসএসসিতে (ভোকেশনাল) ২৪০ জন, এইচএসসিতে (ভোকেশনাল) ২৪০ জন ও ৪টি শর্ট কোর্সে ২৪০ জন থাকবে।

কারিগরি ও মাদরাসা বিভাগের কর্মকর্তারা জানান, গত ২১ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়)’ নামে এ প্রকল্পটি পাস হয়েছে। এটির ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫২৫ কোটি ৬৯ লাখ টাকা।

কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ জানান, দেশে বর্তমানে চলমান প্রকল্পগুলোর মধ্যে বাজেটের দিক থেকে চতুর্থ বড় প্রকল্প এটি। কর্মক্ষম যুবকদের দক্ষ ও যোগ্য করে তুলে দেশে-বিদেশে চাকরি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই প্রকল্পটির কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলোতে ২শ আবাসিক ছাত্রীর জন্য ৬ তলা ভবন নির্মাণ করা হবে। থাকবে খেলার মাঠসহ সব ধরনের সুযোগ-সুবিধা। প্রকল্পের অধীনে প্রতিটি টিএসসির জন্য উপজেলা পর্যায়ে ৯৮৪ একর ভূমি অধিগ্রহণ ও ক্রয় করা হবে। এতে আরও থাকবে একাডেমিক কাম ওয়ার্কশপ ও প্রশাসনিক ভবন, শিক্ষক ডরমেটরি, শহীদ মিনার, মুক্তিযোদ্ধা মনুমেন্ট, বাউন্ডারি ওয়াল, অভ্যন্তরীণ রাস্তা, গভীর নলকূপ, ৫০০ কেভিএ সাবস্টেশন এবং পানি সংরক্ষণাগার ইত্যাদি।

সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে এমন আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা জানান, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১টি করে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন; চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন; ২৩ জেলায় ১টি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন; কুমিল্লা, রাজশাহী, যশোর ও পটুয়াখালীতে সার্ভে ইনস্টিটিউট স্থাপন; বিদ্যমান ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিটিউটের অবকাঠামো উন্নয়ন ও বিদ্যমান ৬৪ টিএসসির সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি কারিগরি শিক্ষায় ভর্তি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে সরকার উপবৃত্তির ব্যবস্থাও করেছে বলে জানান তারা।


পাঠকের মন্তব্য দেখুন
একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক - dainik shiksha শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0044970512390137