বরগুনার বেতাগী উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিষখালী নদীতে চারটি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এতে আহত হয়েছেন দুই জেলে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বসতঘর ও গাছপালা।
গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় এক ঘণ্টা উপজেলা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলে।
স্থানীয়রা জানান, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বাসিন্দা রবি সিকদার, ইমরান, ইদ্রিস ও বাবুল মাছ ধরতে বিষখালী নদীতে গেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। ডুবে যায় মাছ ধরার চারটি ইঞ্জিনচালিত নৌকা। কোনোভাবে প্রাণে রক্ষা পেয়েছেন ওই চার জেলে। তবে নৌকায় থাকা মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম তলিয়ে গেছে নদীতে।
আহত জেলে রবি সিকদার দৈনিক শিক্ষাডটকমকে জানান, হঠাৎ নদীতে ঝড় শুরু হয়। নদীর পাড়ে আসার সময়ও পাননি। মুহুর্তে তলিয়ে যায় চারটি ইঞ্জিনচালিত নৌকা। তারা কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন।
ঝড়ে গাছ পড়ে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রিকশাচালক ইদ্রিস হাওলাদারের ঘর ভেঙে পড়েছে। এছাড়াও ওই ওয়ার্ডের প্রায় ১৮টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেতাগী উপজেলার বিভিন্ন জায়গার গাছপালা ভেঙে পড়েছে। হোসনাবাদ এলাকায় শতাধিক গাছ ঝড়ের কবলে ভেঙে পড়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।