দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়য়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি)।
সেমিনারে আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ। সবার যেমন তথ্য জানার অধিকার রয়েছে, তেমনি তথ্য দেয়ার ক্ষেত্রে আমাদেরও জানতে হবে, গোপনীয় তথ্য দেয়ার ক্ষেত্রে আইন কি বলে। কারণ গোপনীয় তথ্য অনেক সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গোপনীয়তা নষ্ট করতে পারে।
সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার স্থানীয় সরকারের উপপরিচালক (উপ সচিব) মো. মিজানুর রহমান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।