শিক্ষাঙ্গনে টর্চার সেল- ৪কুবিতে নির্যাতনের সময় বাজানো হয় উচ্চ স্বরে গান

দৈনিকশিক্ষা ডেস্ক |

দিন দিন বেড়েই চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা। এটিই এই বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল। এই হলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আইভি রহমানের রুমে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা ঘটছে নিয়মিত। অভিযোগ রয়েছে, ওই রুমে ছাত্রীদের নির্যাতনের সময় নির্যাতিতদের আর্তনাদ যেন বাইরে থেকে শোনা না যায় সে জন্য উচ্চ স্বরে গান বাজানো হয়। ছাত্রলীগের এই নেত্রীর বিরুদ্ধে হলের এক রুম একাই দখল করে রাখার অভিযোগও রয়েছে।শনিবার (১৯ অক্টোবর) সমকাল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন আবু বকর রায়হান। 

খোঁজ নিয়ে জানা গেছে, কখনও নেত্রীর কথা না শুনলে বা ছাত্রলীগের কর্মসূচিতে না গেলে এমন মারধরের শিকার হন শিক্ষার্থীরা। চলতি বছরের জানুয়ারিতে হলের ডাইনিং ম্যানেজার লিপি আক্তারকে রুমে নিয়ে উচ্চ স্বরে গান বাজিয়ে মারধর করার ঘটনা ঘটেছে। এ সময় আইভি ছাড়াও ছাত্রলীগের পদধারী নেত্রী ইসরাত জাহান জেরিন ও অপর্ণা নাথ ডাইনিং ম্যানেজারকে মারধর করেন।

ভুক্তভোগী লিপি আক্তার আক্রমণকারীদের সিনিয়র শিক্ষার্থী। তবে ছাত্রলীগ থেকে বলা হয়, মারধরের ঘটনা ঘটেনি, কথা কাটাকাটি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রী হলে থাকা দুই ছাত্রী বলেন, হলের খাবার বা কোনো অনিয়ম নিয়ে কথা বললেই শিক্ষার্থীদের ওপর নির্যাতন করা হয়। হলের শিক্ষার্থীদের বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িত বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে ছাত্রী হল ছাত্রলীগের বিরুদ্ধে। গভীর রাতে শিক্ষার্থীদের পুলিশে দেওয়ার জন্য পুলিশ নিয়ে আসার অভিযোগে মানববন্ধনও করেছেন এই হলের ছাত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে মারধরের শিকার এক ছাত্রী বলেন, ছাত্রলীগের কোনো একটি কর্মসূচিতে না গেলেই সাধারণ শিক্ষার্থীদের অত্যাচারের শিকার হতে হয়। আবার কখনও পুলিশে দেওয়ার ভয় দেখায়।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটিমাত্র আবাসিক হল হওয়ায় সিটের সংকট রয়েছে শুরু থেকেই। সাধারণ শিক্ষার্থীরা সিট না পেলেও আইভি রহমান হলের ১১৩ নম্বর রুমটি একাই দখল করে আছেন। শুধু তাই নয়, ছাত্রীদের আবাসিক এ হলটিতে শিক্ষার্থীদের কে সিট পাবে আর কে পাবে না- সবই নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। হলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগ নেত্রী আইভি রহমান প্রকাশ্যে সিট বণ্টনের অধিকার তার একার- এমনটাই প্রচার করে বেড়ান বলে অভিযোগ রয়েছে।

আইভি রহমান অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তিনি তার রুমে উচ্চ স্বরে গান বাজিয়ে শিক্ষার্থীদের মারধরের ঘটনাকে গুজব বলে অভিহিত করেন। ডাইনিং ম্যানেজারকে মারধরের অভিযোগটিকে আংশিক সত্য বলে জানান তিনি। তিনি বলেন, 'বড় বোনরা যখন ডাইনিংয়ের টাকার হিসাব ঠিকভাবে দিচ্ছিলেন না, তখন আমরা কথা বলি। বিষয়টি নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল। কেউ কাউকে মারধর করেনি।'

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ে তথাকথিত কোনো টর্চার সেল নেই। ছাত্রলীগের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার করে তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। ছাত্রী হলে যে মারধরের ঘটনা ঘটেছিল, তা আমরা বসে মীমাংসা করে দিয়েছি।' ছাত্রলীগ নেত্রীর এক রুম দখল করে থাকা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, দু'জন শিক্ষার্থী থাকতে পারে এমন একটি রুমে থাকেন তিনি। আমার জানা মতে, ওই রুমে দু'জন শিক্ষার্থীই থাকেন।

ছাত্রলীগ নেত্রীর একা এক রুম দখল করে থাকা সম্পর্কে জানতে চাওয়া হলে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট মো. সাদেকুজ্জামান বলেন, 'আমাদের হলে ছাত্রীদের সিট সংকট অনেক। কেউ যদি একা একটি রুম দখল করে রাখে, তা অবশ্যই অন্যায়। আমরা দুই দিনের মধ্যে মিটিং করে এ বিষয়ে ব্যবস্থা নেব।' ছাত্রীদের ওপর অত্যাচারের বিষয়ে তিনি বলেন, 'এসব বিষয়ে হল প্রশাসন খুব শক্ত অবস্থানে রয়েছে। এমন কোনো ঘটনার সত্যতা মিললে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।'


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027861595153809