কুবিতে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের পাল্টাপাল্টি প্যানেল ঘোষণা

কুবি প্রতিনিধি |

আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি নির্বাচন কমিশন ঘোষণার পর এবার পৃথক প্যানেল ঘোষণা করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের দুইটি অংশ। 

মঙ্গলবার বিকালে শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদের (মনিরুজ্জামান-মোকাদ্দেস) অংশ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। এদিকে বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-জিয়া) পক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাল্টা প্যানেল ঘোষণা করেছে। তবে নিজেদের নীল দল বলে দাবি করেছে দুটি পক্ষই।

বঙ্গবন্ধু পরিষদের (মনিরুজ্জামান-মোকাদ্দেস) পক্ষে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামকে সভাপতি এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে। 

এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি- মোহাম্মদ মাকসুদুল করিম, মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ- মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. তোফায়েল আহমেদ, মো. আমান মাহবুব এবং মো. নাজমুল হক।

অপরদিকে বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-জিয়া) অংশের পক্ষে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরীকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইনকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে। 

এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি-মো. আব্দুর রহমান, জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-মো. মাহবুবুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ- মুহাম্মদ রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. মোশারফ হোসাইন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- কাজী এম. আনিছুল ইসলাম। 

কার্যকরী সদস্য পদে ড. স্বপন চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ মিজানুর রহমান, মো. জিয়া উদ্দিন, কাজী ওমর সিদ্দিকী, মো. এমদাদুল হক, হাসেনা বেগম, জয় চন্দ্র রাজবংশী।

এর আগে গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৩ ডিসেম্বর নির্বাচনের লক্ষে রসায়ন বিভাগের অধ্যাপক ড. একেএম রায়হান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করা হয়। 

এরপর ৩ ডিসেম্বর আগের কমিশনকে অবৈধ দাবি করে সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন একাংশ নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হককে প্রধান নির্বাচন কমিশনার করে পাল্টা আরেকটি নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেন। 

এদিকে ৩০ তারিখ গঠিত হওয়া কমিশনের কাছে ৩ সদস্যের আংশিক প্যানেলে মনোনয়ন জমা দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকরা। 

সাদা দলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মার্কেটিং বিভাগের ড. মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও সদস্য পদে একই বিভাগের ড. মো. আবদুল হাকিম।

উল্লেখ্য, সম্প্রতি বঙ্গবন্ধু পরিষদের বর্তমান কমিটির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণের অভিযোগ তুলে এবং কমিটির প্রতি অনাস্থা জানিয়ে নতুন করে গত ৬ ডিসেম্বর ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে শিক্ষকদের অপরপক্ষ। সম্প্রতি বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদেও আলাদা আলাদা ব্যানারে মানববন্ধন করে তারা।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024070739746094